শনিবার, অক্টোবর ৫Dedicate To Right News
Shadow

Tag: অলিভ আহমেদের ১২ নাটকে আরিফ হক

অলিভ আহমেদের ১২ নাটকে আরিফ হক

অলিভ আহমেদের ১২ নাটকে আরিফ হক

বিনোদন, শিরোনাম
অলিভ আহমেদের প্রযোজনায় ও আলম আসাদের পরিচালনায় টানা এক ডজন নাটকের হিরো হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফ হক। সেই প্রজেক্ট এর প্রথম কাজ ‘ব্লক’ নাটকটি। নাটকগুলো প্রচার হবে ঈদুল আজহা থেকে একটি বেসরকারি টিভি চ্যানেলে। আরিফ হক বলেন, ‘প্রায় ৫০ টারও বেশি গল্প থেকে বাছাই করে ১২টা গল্প নিয়ে কাজ শুরু করেছেন প্রযোজক অলিভ আহমেদ, তারই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হয়েছে ‘ব্লক’ নাটকের শুটিং।’ নাটকটির পরিচালক আলম আসাদ বলেন, ‘বর্তমান সময়ের ছেলে মেয়েরা নিজেকে প্রতিষ্ঠিত না করে, বড়লোক প্রেমিক-প্রেমিকার উপর নির্ভর করে প্রতিষ্ঠিত হতে চায় এবং অতঃপর বিড়ম্বনা। এই হাস্যরস নিয়ে নাটকটি বানানোর চেষ্টা করেছি।’ উল্লেখ্য, এর আগে আরিফকে দেখা গেছে সেই ক্রিকেট নিয়ে নিষিদ্ধ বিজ্ঞাপন ‘ব্যাম্বো ইজ অন’-এ । তার অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপনগুলো হলো ‘হাতে হ্যারিকেনটা বাংলাদেশ থেকে ধরিয়ে দিলো’, ভাষার ...