
অস্ট্রেলিয়ায় জাহিদ রিপনের নির্দেশনায় ‘অচলায়তন’
অস্ট্রেলিয়ার মেলবোর্নস্থ অনন্য নাট্যসংগঠন রেনেসাঁ ড্রামা সোসাইটি-র ১৯তম প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের অমর ধ্রপদী ‘অচলায়তন’-এর উদ্বোধনী মঞ্চায়ন প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ২৯ জুলাই শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছ’টায় মেলবোর্নের চ্যান্ডলার মিলনায়তনে। পরদিন ৩০শে জুলাই রবিবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় একই স্থানে প্রযোজনাটির দ্বিতীয় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। রেনেসোঁ-র আমন্ত্রণে বাংলাদেশ ও ভারতের প্রবাসী বাঙালিদের সমন্বয়ে ‘অচলায়তন’ নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশের প্রশংসিত তরুণ নাট্যজন জাহিদ রিপন।
ধর্র্মের নামে, বিদ্যার নামে, সমাজের নামে, আচারের নামে যে বিরাট কারাগার আমরাই আমাদের চারপাশে গড়ে তুলেছি সেই বন্দীদশা থেকে, আমাদের সংস্কার-অভ্যাস-যুক্তিকে মুক্তি দেওয়ার আহ্বানই ‘অচলায়তন’-এর আহ্বান। ‘অচলায়তন’ প্রযোজনার প্রাথমিক মহড়াসহ অনেকখানি কাজ সম্পন্ন হয়েছে নয়হাজার মাইল দূরত্বে থেকে অনলাইনে। দ্বিতীয় পর্যায়ে ১৩ই জ...