আইএফআইসি পিরোজপুর, পঞ্চগড় ও নাটোর শাখা উদ্বোধন
এখন সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে সারাদেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে পিরোজপুর, পঞ্চগড় ও নাটোরে আইএফআইসি ব্যাংকের শাখার উদ্বোধন হলো।
৩০ এপ্রিল, ২০২৩ (রবিবার) নাটোর সদরের ঢাকা রোডে অবস্থিত দিবা টাওয়ারে আইএফআইসি ব্যাংকের নাটোর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শাখাটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম শিমুল, এমপি, নাটোর-২ আসন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নাছের ভূঁঞা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নাটোর।
এর আগে গত ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পঞ্চগড় সদরের তেতুলিয়া রোডে অবস্থিত রফিজুল হক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইএফআইসি ব্যাংকের পঞ্চগড় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হান্...