‘আইসিটি ডিভিশন প্রেজেন্টস তৃতীয় চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২’
আইসিটি ডিভিশন প্রেজেন্টস তৃতীয় চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ড ২০২২। ৯ সেপ্টেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে বসেছিল নির্মাতা, তারকাদের মিলনমেলা। মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে মেধা ও শ্রেষ্ঠত্ব প্রমাণের স্বীকৃতি স্বরূপ চ্যানেল আই এর এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে অংশ নেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, চ্যানেল আইয়ের পরিচালক পর্ষদ সদস্য জহির উদ্দিন মাহমুদ মামুনসহ বিভিন্ন অঙ্গণের বিশিষ্ট জনেরা।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, 'প্রতিবছর দেশের ডিজিটাল সেক্টর অনেক বড় হচ্ছে। এখানে যারা কাজ করছেন তাদের পৃষ্ঠপোষকতা ও অনুপ্রেরণা দেওয়ার প্রয়োজন। চ্যানেল আই সবসময়ই মেধাবীদের সাপোর্ট দিয়ে আসছে। তারই একটি প্রয়াস আইসিটি ডিভিশন প্রেজেন্টস চ্যানেল আই ড...