মঙ্গলবার, জুন ১৭Dedicate To Right News
Shadow

Tag: আমাদের সিনেমা ‘পরাণ’

আমাদের সিনেমা ‘পরাণ’

আমাদের সিনেমা ‘পরাণ’

উপ-সম্পাদকীয়, শিরোনাম
কামরুজ্জামান মিলু এই তো চেয়েছিলাম । এই দৃশ্য তো দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম আমরা । কারণ বাংলা সিনেমা মানেই তো ছিল একটা সময় সিনেমা হলে দর্শকের ভীড়। সিনেমার নানা দৃশ্যপট নিয়ে মাসের পর মাস বিভিন্ন সময়ে আলাপ। সিনেমায় হিট গান বার বার শোনা এবং অন্যকে সিনেমা দেখার জন্য বলা। সাজগোজ করে পরিবার নিয়ে. বন্ধু বান্ধব মিলে নতুন সিনেমা দেখার জন্য সিনেমা হলের পথে যাত্রা । সেই স্বাদ পূরণ করছে ‘পরাণ’ । শনিবার বিকেলে মিরপুর সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে দেখার সুযোগ হলো সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিকে এমন সুন্দর সিনেমা উপহার দেবার জন্য সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই । এমন হিট ছবি উপহার দেবার জন্য ছবির প্রযোজক হিসেবে বিশেষে ধন্যবাদ জানাই ইয়াসির আরাফাত এবং মো. তামজিদ অটুল ভাইকে। শরীফুল রাজ একজন অভিনয় শিল্পীর দীর্ঘদিন মানুষের মনে দাগ কাঁটার মত একটি চরিত্র লাগে। সেই চরিত্র প...