
আমার উদ্যোক্তা হয়ে উঠার গল্প: মনি পাহাড়ী
মনি পাহাড়ী
২০০১ সাল। আমি তখন জাহাঙ্গীরনগরে অনার্স এর ছাত্রী। আমার বাড়ি রাঙ্গামাটি। সহজ যোগাযোগ ছিল না বাসার সাথে।। বাসায় তখন টিএন্ডটি ফোন ছিল।। আমাদের তখন অনেক টাকা পয়সা।। আমার একবছরের পড়াশোনার খরচ আব্বা জাহাঙ্গীরনগর অগ্রণী ব্যাংকে রেখেছিলেন।। কিন্তু ফুটানি দেখাতাম না কখনও।। আব্বা খুব সিম্পল মানুষ ছিলেন।। একজন মুক্তিযোদ্ধা, সংগঠক।। প্রথম যখন স্থানীয় সরকার পরিষদ (বর্তমান নাম জেলা পরিষদ) গঠিত হয় তখন তার নির্বাচিত সদস্য ছিলেন।। গাছের ব্যবসা করতেন।। তার হতে বহু প্রতিথযশা বিজনেসম্যান এর জন্ম হয়েছে।। সবাই তাকে এক নামে চিনতো।। এতো টাকা ছিল আমাদের যে, নাটকের প্রপস হিসেবে কানের দুলও কিনতাম স্বর্ণের।। কিন্তু একবিন্দু অহংকার ছিল না বাবার মধ্যে।। আমাদেরকে সবকিছুতে প্রাধান্য দিতেন।। প্রাইভেট মেডিকেল ছেড়ে নাটক নিয়ে পড়াশোনা করার বিষয়ে এককথায় রাজি হয়ে গেলেন।। সেই ছোটবেলায় বাড়ি তৈরি করার সময়ও বললেন কোন...