আরোও ভালো ভালো পোষ্টার ডিজাইন দিতে চাই: মুহাম্মদ মাসুম বিল্লাহ্
চলচ্চিত্রে পোষ্টারের প্রয়োজনীয়তা বহু পুরনো। সে কথা সকলেরই জানা। কিন্তু সময়ের বিবর্তনে নটকেও বেড়েছে পোষ্টারের কদর। সময়টা এখন প্রচারণার। হোক সেটি টেলিভিশন কিংবা অনলাইন দুনিয়ায়। মুহাম্মদ মাসুম বিল্লাহ্ কে পোষ্টার ডিজাইনের পথিকৃতই বলা চলে। অনেক প্রতিষ্ঠিত লেভেল কোম্পানি গুলোর কাজ তিনি একক ভাবে করে থাকেন। সাথে বিভিন্ন মাধ্যমেরও। যদিও তাঁর শুরুটা হয় ১৯৯৮ সালের শুরু দিকে ক্যালিগ্রাফির মধ্য দিয়ে। সে সময় বাঁশের কলম দিয়ে নিজের মতো করে ক্যানভাসে এ্যাক্রেলিক মাধ্যমে ও জলরংএ একের পর এক ক্যালিগ্রাফি ফুটিয়ে তোলার চেষ্টা করেন। অনেক গুণি শিল্পীদের সাথে বিভিন্ন গ্যালারীতে তার গ্রুপ প্রদর্শনীও হয়েছে বহুবার। বর্তমানে সেটি এখন ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত হয়েছে। অবশ্য তিনি খ্যাতি লাভ করেন ক্যাসেটের কভার ডিজাইনের মধ্য দিয়ে। যার সূত্রপাত ২০০২ সালে। সাউন্ডেক, সংগীতা, সেলেক্স, বেতার জগত, সারগাম, বিউটি কর্ণার সহ ...