
উৎপাদনের তারিখ দিচ্ছেনা সিগারেট কোম্পানী
ভোক্তা অধিকার আইন অনুসারে পণ্যেও মোড়কে উৎপাদনের তারিখ দেওয়া বাধ্যতামূলক হলেও সিগারেট কোম্পানীগুলো এই আইন মানছে না। তবে ৬১% ধোয়াবিহীন তামাকজাত দ্রব্যের (জর্দ্দা ও গুল) মোড়কে উৎপাদনের তারিখ পাওয়া গেছে। উৎপাদনের তারিখ না দেওয়ায় সিগারেট কোম্পানীগুলো কর ফাঁকির সুযোগ নিচ্ছে। নতুন কর ঘোষণার ৩ মাস পরও বৃহৎ দুইটি কোম্পানি পুরাতন দামে প্যাকেট বিক্রি করছে যা উৎপাদনের তারিখ না থাকায় ধরা যাচ্ছে না। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদান না করার সুযোগও নিচ্ছে তারা। আজ ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভির্সিটি ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)-এর আয়োজনে ‘তামাকজাত দ্রব্যের সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন- বর্তমান অবস্থা’ শীর্ষক এক ...