এনডিএফ বিডি কোর টু জিরো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)'র সারা দেশের বিতার্কিক ও সংগঠকদের অংশগ্রহণে ৫ আগস্ট অনুষ্ঠিত হল দ্বিতীয়বারেরমত এনডিএফ বিডি কোর টু জিরো বিতর্ক প্রতিযোগিতা। সারা বাংলাদেশের মোট ৩০ জন নির্বাচিত বিতার্কিক ১০টি দলে বিভক্ত হয়ে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ঢাকার আজিমপুরে রায়হান স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে বিতর্ক আন্দোলনের ইতিহাসে ১ম আন্তঃবিশ্ববিদ্যায় বিতর্কের চ্যাম্পিয়ন বিতার্কিক ও কানাডার ম্যাকওয়ান বিশ্ববিদ্যালয়ে
র সহযোগী অধ্যাপক ডক্টর রাফাত আলম, বিশেষ অতিথি ছিলেন সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের মডারেট
র ও সহযোগী অধ্যাপক সালমা বেগম, এনডিএফ বিডি এর মহাসচিব আশিকুর রহমান আকাশ, এনডিএফ বিডি কোর টু জিরো এর আহবায়ক ও কো -চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওসামা রাশেদ প্রমুখ। অনুষ্ঠান...