মঙ্গলবার, এপ্রিল ২৩Dedicate To Right News
Shadow

এনডিএফ বিডি কোর টু জিরো বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Spread the love

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)’র সারা দেশের বিতার্কিক ও সংগঠকদের অংশগ্রহণে ৫ আগস্ট অনুষ্ঠিত হল দ্বিতীয়বারেরমত এনডিএফ বিডি কোর টু জিরো বিতর্ক প্রতিযোগিতা। সারা বাংলাদেশের মোট ৩০ জন নির্বাচিত বিতার্কিক ১০টি দলে বিভক্ত হয়ে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

ঢাকার আজিমপুরে রায়হান স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে বিতর্ক আন্দোলনের ইতিহাসে ১ম আন্তঃবিশ্ববিদ্যায় বিতর্কের চ্যাম্পিয়ন বিতার্কিক ও কানাডার ম্যাকওয়ান বিশ্ববিদ্যালয়ে

র সহযোগী অধ্যাপক ডক্টর রাফাত আলম, বিশেষ অতিথি ছিলেন সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের মডারেট

র ও সহযোগী অধ্যাপক সালমা বেগম, এনডিএফ বিডি এর মহাসচিব আশিকুর রহমান আকাশ, এনডিএফ বিডি কোর টু জিরো এর আহবায়ক ও কো -চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওসামা রাশেদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় টেলিভিশন বিতর্কের চ্যাম্পিয়ন বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্লু এওয়ার্ড প্রাপ্ত, এনডিএফ বিডি এর চেয়ারম্যান একেএম শোয়েব।

সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন চ্যাম্পিয়ন বিতর্কিক ও ট্যাক্স কমিশনার এফ এইচ আরিফ, বিশেষ অতিথি ছিলেন লেখক ও দ্য স্টেটমেন্ট টুয়েন্টি ফোর এর সম্পাদক রেজাউর রহমান রিজভী, এনডিএফ বিডি এর মহাপরিচালক এম আলমগীর, সাংগঠনিক সম্পাদক এমপি শুভ্র, কো-চেয়ারম্যান, কেন্দ্রীয় সমন্বয়ক ও সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব হাসান রিপন প্রমুখ। সমাপনী আয়োজনে সভাপতিত্ব করেন এনডিএফ বিডি কোর টু জিরো এর আহবায়ক ও কো -চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওসামা রাশেদ।

এনডিএফ বিডি কোর টু জিরো বিতর্ক প্রতিযোগিতায় ১০ টি দলের মধ্যে সেরা ৪ দলের প্রতিযোগী হচ্ছেন-
বিতর্ক দল ( বাক্যবাগীশ): মোঃ মির্জা রকিব, সরকারি তিতুমীর কলেজ, ফারহান সাদিক, জামালপুর জিলা স্কুল ও. এস.এম ইনাম হোসেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল।
বিতর্ক দল ( সংশপ্তক):  লুভনা আক্তার, সরকারি তিতুমীর কলেজ, মো. সাজেদুল ইসলাম, সরকারি তিতুমীর কলেজ ও মো. মোশফিকুর রহমান শাদ, ঢাকা ডেন্টাল কলেজ।
বিতর্ক দল ( অনিকেত): শফিকুল আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মোঃ নুর ইসলাম নাঈম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ও আব্দুর

 

রকিব, জামালপুর জিলা স্কুল।

বিতর্ক দল ( মহানগর): মোঃ মাসুদুর রহমান খান, মুপ্তাহিজুর জান্নাত ও হাবিবুল্লাহ।

সেমিফাইনালে চারটি দলের মধ্যে

ফাইনালে অংশ নেয় বিতর্ক দল মহানগর বনাম সংশপ্তক। ফাইনালে সংশপ্তককে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মহানগর।

এ আয়োজনে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- এনডিএফ বিডি’র এডভাইজার টু চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, এনডিএফ বিডি’র এডভাইজার টু চেয়ারম্যানও নৈয়ায়িক -এর সাবেক সভাপতি বিএম আফসুন আক্তার এনি,এনডিএফ বিডি’র মহাপরিচালক এম আলমগীর,কো-চেয়ারম্যান ও কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুব হাসান রিপন, এনডিএফ বিডি’র মহাসচিব আশিকুর রহমান আকাশ,যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক এমপি শুভ্র, সাংগঠনিক সম্পা

দক উম্মে রুমান , যুগ্ম সাংগঠনিক সম্পাদক তাসনিম দিবা চৌধুরী, বিশিষ্ট বিতার্কিক শাহরিয়ার কবির,আসিফ আদনান প্রমুখ।

আয়োজনে কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন এনডিএফ বিডি’র কো -চেয়ারম্যান উসামা রাশেদ,  জয়েন্ট কনভেনর হিসেবে দায়িত্ব পালন করছেন ইমরোজা পারভিন পায়েল।

এছাড়া সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ আশরাফুল বিন শফি,হাবিবুল্লাহ রনি, সাব্বির হোসেন ,তাসনিম খানম রাইসা, মো. সালাউদ্দিন, মুপতাহেজুর জান্নাত, মাহামুদা আক্তা, সান্তা আকতার প্রমুখ।

প্রসঙ্গত,ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলা

দেশ (এনডিএফ বিডি) বিতর্ককে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবী জানিয়ে আসছে প্রায় দুই দশক ধরে। সারা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শহুরে আধুনিক সুযোগ সুবিধায় বেড়ে উঠা সকল নাগরিকদের নিকট বিতর্ককে জনপ্রিয় করতে কাজ করে যাচ্ছে দুই দশক ধরে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় বিতর্কে ৪০০টি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ -এর ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাজিদ ও সৌরদ্বীপে’র দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *