কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের নাটকে মৌসুমী হামিদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২৭ আগস্ট। এ উপলক্ষে মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক কাজী নজরুল ইসলামের বাদল বরিষনে গল্পের ছায়া অবলম্বনে বিশেষ নাটক "কালো হরিণ চোখ"। বিষ্ণু ঈয়াসের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকের অন্যতম মূল চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এছাড়া আরো অভিনয় করেছেন রওনক হাসান, জয় রাজ, ডাঃ আমিন, সান্ত¦না সাদিকা, অধরা প্রিয়া, আয়শা, কাজী বাবুল, জুয়েল রানা, সাগর দাশ, রিয়ান মালিক রানা, সাজিদ খান ও ইয়াসির আরাফাত।
কাজী নজরুল ইসলামের বাদল বরিষনে গল্পটি মুলত ভাদ্রের শুক্লা পঞ্চমীর বৃষ্টিমুখর রাতে প্রিয় মানুষের বিসর্জনের ব্যথা স্মৃতি রোমন্থন করা একটি বেদনাতুর গল্প। গল্পটি বর্ণ ও ধর্ম বৈষম্য নিয়ে। তৎকালিন সময়ে কাজরী নামের কালো এক মেয়ের কালো হরিণ চোখ দেখে মুগ্ধ হয় গল্পের নায়ক ইউসুফ। ইউসুফ হলো জমিদারের ছোট নাতি। তাদের এখন জমিদারিত্ব না থা...