শনিবার, অক্টোবর ৫Dedicate To Right News
Shadow

Tag: গতি থিয়েটারের ‘জলমোহিনী’ এর প্রিমিয়ার

গতি থিয়েটারের  ‘জলমোহিনী’ এর প্রিমিয়ার

গতি থিয়েটারের ‘জলমোহিনী’ এর প্রিমিয়ার

বিনোদন, শিরোনাম
আগামী ২১ জানুয়ারি গতি থিয়েটার, ঢাকা তাদের ২০তম প্রযোজনা “জলমোহিনী”র উদ্বোধনী মঞ্চায়ন করতে চলেছে। তার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চলছে শেষ মুহূর্তের মহড়া। গতি থিয়েটার ঢাকা মহানগরীর একটি নাট্যদল। তবে ঢাকার সমান্তরালে তারা নিয়মিত পার্বত্য চট্টগ্রামেও নাট্যচর্চা করে আসছেন। সে ধারাবাহিকতায় গতি নতুন প্রযোজনা “জলমোহিনী” নাটকটি প্রিমিয়ার করতে চলেছে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে ২১ জানুয়ারি সন্ধ্যা ৬.১৫ মিনিটে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এই মঞ্চায়নকে কেন্দ্র করে ইতোমধ্যেই রাঙ্গামাটির নাট্যাঙ্গন ও সাংস্কৃতিক অঙ্গন সরব হয়ে উঠেছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে “জলমোহিনী” নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রিমিয়ার শো-তে হল ভর্তি দর্শকের সমাগম হবে বলেই গতি থিয়েটার আশা করছে। এ প্রসঙ্গে গতি থিয়েটার এর সভাপতি এবং “জলমোহিনী” নাটকের প্র...