
ছাত্রী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি প্রদান
জাবি প্রতিনিধি
১১ জুন রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার প্রতিবাদে জাবি শহীদ মিনার প্রাঙ্গণে ১২ জুন দুপুরে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করার সহ ছয় দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।
জানা যায়, গত ১১ জুন রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন রাস্তায় অবৈধ ওয়াকিটকি ও হ্যান্ডকাফ সমেত বহিরাগত দুইজন ( এরমধ্যে একজন পুলিশ কনস্টেবল) দ্বারা বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের এক নারী শিক্ষার্থী যৌন হেনস্তার শিকার হয়। ঘটনার পরে সেই নারী শিক্ষার্থী মানসিক ভাবে ভেঙে পড়েন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।
মানববন্ধনে দাবি শিক্ষার্থীরা ছয় দফা জাবি জানিয়েছেন। দাবিগুলো হলো-ঘটনা পরবর্তী আইনি পদক্ষেপ যথাযথ ভাবে হচ্ছে কিনা তার তদারকি করা, ঘটনায় হালনাগাদ ...