জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ইউল্যাবে আলোচনা অনুষ্ঠান
গত ২৪ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সামাজিক সংগঠক, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের পরিবহন ব্যবস্থাপনায় বিশৃংখল অবস্থা বিরাজ করছে। সরকার আন্তরিকতার সাথে নীতিমালা উন্নয়ন করলেই কেবল এই পরিস্থিতির উন্নতি সম্ভব। তিনি বলেন, শুধুমাত্র সরকারের ঘাড়ে দায় চাপিয়ে দিলেই হলো না, আমাদের নিজেদেরও সচেতন হওয়া জরুরী। কিন্তু বাস্তব অর্থে, সড়কে নব্বই শতাংশ মানুষই সড়ক আইন মানতে চায় না।
স্বাগত বক্তব্যে ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা সড়ক দূর্ঘটনা বিষয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, দেশে প্রতিদিন প্রায় ২০ জন করে মানুষ সড়ক দূর্ঘটনায় হতাহত হয়। তিনি জানান, টেকস...