জাপান পররাষ্ট্রমন্ত্রীর দুর্লভ সম্মান পেল স্বপ্নদল
জাপানের পররাষ্ট্রমন্ত্রীর প্রদত্ত অত্যন্ত সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার ‘জাপান ফরেন মিনিস্টারস্ কমেনডেশন ২০১৯’ (Japan Foreign Minister's Commendation 2019) পেয়েছে বাংলাদেশের প্রশংসিত নাট্যসংগঠন স্বপ্নদল। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, নাট্যব্যক্তিত্ব অধ্যাপক ড. রশীদ হারুনের উপস্থিতিতে জাপানের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কোনো তারো (KONO Taro)-র পক্ষে স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জাহিদ রিপনের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত ইতো নাওকি (ITO Naoki)।
স্বপ্নদলকে প্রদত্ত সনদপত্রে বলা হয়েছে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী জাপান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে পারস্পরিক সমঝোতা প্রসারে, জাপান ও অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য বিশিষ্ট স...