
জাবির ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে ডেবিড-ম্যানথাউ
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ইন্ডিজেনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন লাল ডেবিড বম এবং সাধারন সম্পাদক ম্যানথাপ ম্রো।
২৪ মার্চ(শুক্রবার), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্ডিজেনাস এসোসিয়েশনের বার্ষিক সভায় সদ্য বিদায় নেওয়া সভাপতি মংফা বম ও বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখার উপ-পরিচালক ও সংগঠনের উপদেস্থা উথোয়াইচি মারমার সাক্ষর সম্বলিত বিজ্ঞপ্তিতে এটি নিশ্চতি করেন।
এ ছাড়াও উক্ত নোটিসে যারা আছেন; সহ-সভাপতি নিপুণ ত্রিপুরা, অংশৈনু মারমা, মংথিজাউ রাখাইন, রীতাশ্রী হাজং, থোয়াই মার্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আর্নল্ড দ্রং, শৈমিং মারমা, পূর্ণবসু তঞ্চঙ্গ্যা। সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত ত্রিপুরা, মন্জু ইয়াংয়ুন
ছাত্রী বিষয় সম্পাদক শিলবিয়া ম্রং,
সাংগঠনিক সম্পাদক এলিজা পাংখোয়া,
অর্থ সম্পাদক উসাই থিং মারমা। শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক অংহো খুমি
আর...