টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২: রাকুতেন ভাইবারের ’ক্রিকেট সুপারবট’ ফিচারে মিলবে খেলার লাইভ আপডেট
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ উপলক্ষে টানা দ্বিতীয় বছরের মতো একটি ক্যাম্পেইন চালু করেছে রাকুতেন ভাইবার! মাসব্যাপী এ ক্যাম্পেইনটিতে ব্যবহারকারীরা অ্যাপটির বহুল প্রত্যাশিত ‘ক্রিকেট সুপারবট’ ফিচারের মাধ্যমে খেলার লাইভ আপডেট, ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী, বিভিন্ন মজাদার গেম খেলতে এবং পুরস্কার জিতে নেয়ার সুযোগ পাবেন।
গত দুই বছর ধরে ক্রিকেট ইন্ডাস্ট্রির সহায়তায় ধারাবাহিকভাবে কাজ করছে রাকুতেন ভাইবার। এ অ্যাপটি ক্রিকেট ফিয়েস্তাকে আরো উপভোগ্য করবে, যা ফ্যানরাও বেশ উপভোগ করবেন। এ ক্যাম্পেইনের অংশ হিসেবে, এ মেসেজিং অ্যাপটি এর বহুল প্রত্যাশিত ’ক্রিকেট সুপারবট’ চালু করেছে; একইসঙ্গে এতে বিভিন্ন অংশগ্রহণমূলক গেমও রয়েছে। নতুন এ সুপারবটটি অটোমেটেড ফিচারসমৃদ্ধ, যা ক্রিকেট ভাইবস চ্যানেলের অংশ।
’প্রেডিকশন’ শীর্ষক আয়োজনটির মাধ্যমে ফ্যানরা পুরো খেলার আদ্যোপান্ত (টস থেকে শুরু করে কোন দল কতো স্কোর করবে এবং ম্যাচের ...