দেশীয় ই-কমার্স প্লাটফর্ম হিসেবে পার্বত্য চট্টগ্রামের শীর্ষ অবস্থানে “হিলস”
পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় দেশীয় ই কমার্স প্ল্যাটফর্ম Hill E-Commerce Society (HILLES) এখন ৩০ হাজার সদস্যের একটি প্রাঙ্গন।। এখনও বয়স তার পাঁচমাস হয়নি। এটা দেশব্যাপী বেশ আলোচনায় এসেছে।
এ বিষয়ে গ্রুপের এডমিন মনি পাহাড়ী বলোন- "হিল ই-কমার্স সোসাইটি" হিল এর দেশীয় কমন ই-কমার্স প্ল্যাটফর্ম। এরচেয়ে সংখ্যায় বড় গ্রুপ রয়েছে। সেগুলো দেশী বিদেশী সকল প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং ভালো পারফর্ম করছে।
তবে দেশী প্রোডাক্ট নিয়ে কাজ করার পেছনে আমাদের বেশকিছু যুক্তি রয়েছে। আমাদের দেশের অসাধারণ অনেক সৃষ্টি রয়েছে। সেগুলো বাইরের প্রোডাক্টের চাকচিক্যের ভিড়ে হারিয়ে যাক সেটা চাই না। আমাদের দেশের টাকা বাইরে না যেয়ে অন্য দেশের টাকা এদেশে আসবে সেটা স্বপ্ন ছিল। আশাব্যন্ঞ্জক বিষয় হচ্ছে এই কাজটি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।"
সংখ্যাগত দিক থেকে এতো অল্প সময়ে দেশী ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে পার্বত্য চট্টগ্রামের কম...