নাসির উদ্দীন ইউসুফ এর চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ ও সমাজ ভাবনা শীর্ষক সেমিনার
মুক্তিযুদ্ধ বাংলাদেশের শ্রেষ্ঠতম প্রবহণ আর চলচ্চিত্র সংস্কৃতির উজ্জ্বলতম প্রকাশ। তাই চলচ্চিত্রের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে চলমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এসব বক্তব্য উঠে আসে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আজকের সেমিনারে।
‘নাসির উদ্দীন ইউসুফ এর চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ ও সমাজ ভাবনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক, চলচ্চিত্র বিষয়ক লেখক ও কবি গৌতম কৈরী। প্রবন্ধের উপর আলোচনা করেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। স্বাগত বক্তব্য প্রদান করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো: নিজামুল কবীর। এ ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন চলচ্চিত্র পরিচালক ও সম্পাদক আবু মুসা দেবু ও চলচ...