মানিকগঞ্জে নিথর মাহবুবেবর একক মূকাভিনয়
মঞ্চ ও টিভিতে নিয়মিত অভিনয় ও মূকাভিনয় করছেন নিথর মাহবুব। সম্প্রতি গানের জগতেও আত্মপ্রকাশ করে প্রশংসিত হয়েছেন। মূলত মূকাভিনয় করে তিনি শিল্পের অঙ্গনে নিজের নামকে করেছেন উজ্জ্বল। শিশু-কিশোরদের মাঝে পেয়েছেন মূকাক হিনেবে বিশেষ খ্যাতি। ২৮ জানুয়ারি শনিবার একক মূকাভিনয় করতে মানিকগঞ্জ জেলার ঘিউরে যাচ্ছেন নিথর মাহবুব। মানিকগঞ্জ জেলার ঘিউর দুর্গা নারায়ণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে থাকছে তার এই মূকাভিনয় পরিবেশনা। বিদ্যালয়টির এস এস সি ৯৭ ব্যাচ তাদের ২৫বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের মাঠে ২৭ ও ২৮ জানুয়ারি দুইদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ(২৮জানুয়ারি) সাংস্কৃতিক অনুষ্ঠানে সেখানে বিকেল ৫.৩০টা থেকে থাকবে নিথর মাহবুবের একক মূকাভিনয় পরিবেশনা। সেখানে তিনি তার জনপ্রিয় মূকাভিনয়ের আইটেমগুলো একে একে পরিবেশন করবেন বলে জানিয়েছেন। পরে একই মঞ্চে বিকেল ৬.৩০টায় ক্লোজআপ তারকা রিংকু এবং ৭.৩০টায় ঢাকা ব্যান্ডের মাকসুদ গান ...