শনিবার, জুলাই ২৭Dedicate To Right News
Shadow

Tag: নীলফামারীর ২১ প্রাথমিক বিদ্যালয়ে আই কেয়ারের বিনামূল্যে ‘স্কুল সাইট টেষ্টিং প্রোগ্রাম’

নীলফামারীর ২১ প্রাথমিক বিদ্যালয়ে আই কেয়ারের বিনামূল্যে ‘স্কুল সাইট টেষ্টিং প্রোগ্রাম’

নীলফামারীর ২১ প্রাথমিক বিদ্যালয়ে আই কেয়ারের বিনামূল্যে ‘স্কুল সাইট টেষ্টিং প্রোগ্রাম’

জাতীয়, শিরোনাম
মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম (এমএসএস-ইসিপি) এর সহযোগিতায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদের ২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল সাইট টেষ্টিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। দুই ধাপে গত ৪-৫ জুন ও ১৭-২১ সেপ্টেম্বর সাতটি কেন্দ্রে মোট ১৮৯১ জন শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। প্রতিটি কেন্দ্রে কয়েকেটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের একত্রিত করে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা প্রদান করা হয়। উক্ত স্কুল সাইট টেষ্টিং প্রোগ্রামে একজন শিক্ষার্থীর চোখে ছানি শনাক্ত হয় এবং ৪ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ইসিপির সহযোগী হাসপাতালে রেফার করা হয়। এছাড়াও ১০০ জন শিক্ষার্থীকে চশমা ও ১৮৩ জনকে ঔষধ প্রদান করা হয়। চক্ষুসেবা প্রদানের পাশাপাশি সচেতনতামূলক প্রচারনার অংশ হিসাবে ৮১টি প্রেজেন্টেশন প্রদান করেন আই কেয়ার প্রোগ্রামের প্রতিনিধিরা। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের...