জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে ‘নোনা জলের কাব্য’
গত বছর বিশ্বজুড়ে সাড়া জাগানোর পরে ‘নোনা জলের কাব্য‘ এবারে গ্লাসগোতে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP26 এও ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। গতকাল ৮ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সম্মেলনের ‘অফিসিয়্যাল গ্রীন জোন‘ হিসেবে আখ্যায়িত ‘গ্লাসগো সায়েন্স সেন্টার‘ – এ ৮০ ফিট এর আইম্যাক্স থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেছে নোনা জলের কাব্য‘র স্ক্রিনিং। সম্মেলনে পৃথিবীর প্রায় সকল দেশের রাষ্ট্র প্রধানরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশগ্রহণ করেছেন। এছাড়াও একই শহরে জাতিসংঘের COY16 সম্মেলনে অক্টোবরের ২৯ তারিখ দেখানো হয়েছে- 'নোনাজলের কাব্য'। ছবিটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত বর্তমানে এই সম্মেলনে যোগদানের উদ্দ্যেশ্যে গ্লাসগো তে অবস্থান করছেন।
‘নোনা জলের কাব্য‘- আগামী ২৬ নভেম্বর ২০২১ ঢাকায় মুক্তি পাচ্ছে। বাংলাদেশে এ ছবির পরিবেশক ষ্টার সিনেপ্লেক্স। ছবিটিতে মূল ভূমিকায় অভিন...