বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে অবন্তী সিঁথির গান
আগামী ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মদিন। এ উপলক্ষে তৈরি হলো নতুন গান। সুজন হাজং এর লেখা, সুমন কল্যাণের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তুমি/ কারাগারের রোজনামচায় তুমি/ তুমি আমাদের বঙ্গমাতা, বঙ্গবন্ধুর রেণু/ তুমি আমাদের ইতিহাসে রাখাল রাজার বেণু-- এমন কথার গানটির শিরোনাম ‘আমাদের বঙ্গমাতা‘। গত ৫ আগস্ট শক্রবার মগবাজারের ডি স্টেশনে গানটির রেকর্ডিং হয়।
অবন্তী সিঁথিএর আগে সুজন হাজংয়ের লেখা মুক্তির সংগ্রাম শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দিয়ে ব্যাপক প্রসংসিত হন।
গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, বাঙালির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেপথ্যের শক্তি ছিলেন বঙ্গমাতা। স্বাধীনতার জন্য বঙ্গমাতার অসীম ত্যাগ ও সংগ্রামের কথা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই...