
বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নাট্যকারগণ অভিষিক্ত
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঢাকার বনানী ক্লাবে গত ১৪ মে সন্ধ্যায় অভিষিক্ত হলেন টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৪-২৬) এর নাট্যকারগণ। নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটির ১৯জন নাট্যকারকে এ দিন সন্ধ্যায় অভিষিক্ত করেন নাট্যকার সংঘের আজীবন সদস্য নাট্যকার মামুনুর রশীদ। অভিষিক্ত হওয়ার পর উপদেষ্টামন্ডলীকে সর্বজন সম্মুখে পরিচয় করিয়ে দেন নাট্যকার সংঘের সভাপতি এজাজ মুননা। নাট্যকার সংঘের ৬ জন উপদেষ্টা হলেন- আবুল হায়াত, অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম, হারুন রশীদ, মাসুম রেজা, বৃন্দাবন দাস ও শিহাব শাহীন।
টেলিভিশন নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটি (২০২৪-২৬)-এর সভাসদগণ হলেন : সভাপতি- এজাজ মুননা; সহ-সভাপতি- পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান শান্তনু, মোস্তফা মনন; সাধারণ সম্পাদক- জাকির হোসেন উজ্জ্বল; যুগ্ম সাধারণ সম্পাদক- আজম খান, টুকু মজনিউল, সাজিন আহমেদ বাবু; সাংগঠনিক সম্পাদক- রাজীব মণি ...