বাংলাদেশ টোস্টমাস্টারস মিট ২০২২
টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল, লীডারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা আন্তর্জাতিক এই ভলান্টারি অরগানাইজেশন বাংলাদেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দীর্ঘ ১০ বছর। ১৯২৪ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করা এই অরগানাইজেশনটি ২০১২ সালে বাংলাদেশে প্রথম তাদের যাত্রার শুরু হয়, যাদের কার্যক্রম মুলত ক্লাব ভিত্তিক। টোস্টমাস্টারস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৪১ এর অধীনে বাংলাদেশে ডিভিশন এল ও ডিভিশন ভি, এই দুই ডিভিশনে সর্বমোট পঁচিশটি (২৫টি) ক্লাব বর্তমানে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজারে এই তিন জেলায়। আর এই পঁচিশটি ক্লাবের প্রায় দেড় শতাধিক সদস্যের অংশগ্রহণে গত ১৬ই জানুয়ারি ২০২২ ঢাকার গুলশানস্থ লেইকশোর হোটেলে হয়ে গেলো টোস্টমাস্টারসদের মিলনমেলা “বাংলাদেশ টোস্টমাস্টারস মিট ২০২২”।
অনুষ্ঠানে ডিভিশন ভি ডিরেক্টর নুসরাত হুদা এবং ডিভিশন এল ডিরেক্টর জামাল উদ্দিন জেমি, দুইজনেই তাদের স্বাগত...