বার্বি’র প্রিমিয়ারে বাংলাদেশী অভিনেতা!
আগামী ২১ জুলাই বিশ্বব্যাপী মহাসমারোহে মুক্তি পেতে চলেছে বহুলকাঙ্খিত চলচ্চিত্র ‘বার্বি’। ২০২২ সালের এপ্রিলে টুইটারে প্রথম লুক এবং এর মুক্তির তারিখ উন্মোচন করার পর থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমও মেতে আছে এই ছবি নিয়ে। মাতামাতিতে পিছিয়ে নেই বাংলাদেশের দর্শকরাও। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি-এই আনন্দের খবরের পাশাপাশি আরও বড় আনন্দ যোগ করেছে আরেকটি বিষয়, সেটি হলো বার্বি সিনেমায় অভিনয় করেছেন একজন বাংলাদেশী অভিনেতা। আরও বড় চমক হলো, ২০ জুলাই সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের মহাখালীস্থ এসকেএস টাওয়ার শাখায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন সেই অভিনেতা। দেশের ইতিহাসে কোন হলিউডি ছবির প্রিমিয়ারে স্বয়ং অভিনেতা উপস্থিত থাকার ঘটনা এটাই প্রথম।
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহব...