সোমবার, ডিসেম্বর ২Dedicate To Right News
Shadow

Tag: বিচারক এফ এ সুমন

বিচারক এফ এ সুমন, সাফিয়া খন্দকার রেখা ও লারা লোটাস

বিচারক এফ এ সুমন, সাফিয়া খন্দকার রেখা ও লারা লোটাস

বিনোদন, শিরোনাম
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘পরিচয় সেরা কিশোর তারকা ২০২২’ শুরু হয়েছে। ১৬ বছরের নিচের শিশু-কিশোররা তাদের নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির ভিডিও পাঠিয়ে এতে অংশ নিবে। তিন ধাপে দর্শক মতামত ও বিচারকদের রায়ের ভিত্তিতে প্রতি ক্যাটাগরিতে তিনজন করে মোট নয় জনকে সেরা কিশোর তারকা পদক প্রদান করা হয়ে। অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে সরাসরি। আর এতে বিচারক হিসেবে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী এফ এ সুমন, কবি ও আবৃত্তি শিল্পী সাফিয়া খন্দকার রেখা এবং জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী লারা লোটাস। ভিডিও পাঠাতে হবে +৮৮০১৮৩৫১০৪৪৮৭ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। রেজিস্ট্রেশন ও বিস্তারিত জনাযাবে পরিচয় ওয়েবসাইট (www.porichoy.net), ফেসবুক পেজ (facebook.com/porichoy.net) এ। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ জানুয়ারি ২০২২। অনুষ্ঠানের বিচারক কণ্ঠশিল্পী এফ এ সুমন বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্...