সনির সঙ্গে গাটছড়া বাঁধলেন মিম!
৬ বছরের সম্পর্ক। কিন্তু দেশের তাবৎ মিডিয়ার কেউই তা আঁচও করতে পারেননি। অথচ নিয়মিত টেলিভিশন ও চলচ্চিত্র উভয় মাধ্যমই দাপিয়ে বেড়িয়েছেন তিনি। অবশেষে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ঘটা রীতিমতো জমকালো অনুষ্ঠান করে মিডিয়ার সকলের সামনে নিজেদের সম্পর্কের অস্তিত্ব জানান দিলেন মিম!
জি হ্যাঁ, পাঠক এতক্ষণ যার কথা বলা হচ্ছিলো তিনি ছোট ও বড় পর্দার অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। আজ ১০ নভেম্বর ছিল মিমের জন্মদিন। জন্মদিনের শেষ বেলাতেই সবচেয়ে বড় সারপ্রাইজটি দিলেন তিনি। এদিন রাত ৯টা ১৫ মিনিটে ফেসবুকে হবু বরের সঙ্গে একটি ছবি শেয়ার করেন মিম। এর ক্যাপশনে বাগদানের বিষয়টিও জানান মিম।
জানা গেছে, মিমের হবু বরের নাম সনি পোদ্দার। শোনা যাচ্ছে তিনি পেশায় একজন ব্যাংকার।
ছবির ক্যাপশনে মিম লেখেন, "আমার সব হাসি তোমার সঙ্গে শুরু হয়েছিল ছয় বছর আগে। আজ একটি বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। ...