
বিরামপুরের কৃতি খেলোয়াড়দের জন্য সংবর্ধনার আয়োজন
মেঘ যতো বড়ই হোকনা কেন, সেই মেঘ ভেঙে একটা সময় ঠিকই চাঁদ উঁকি দেয়। নিজের আলোয় আলোকিত করে সারা পৃথিবী। ঠিক তেমনই, প্রতিভা এমন একটা জিনিস যা একদিন না একদিন প্রকাশ পাবেই। চেষ্টা, শ্রম আর অধ্যাবসায় যদি ঠিক থাকে, তবে গন্তব্য ঠিকই স্বপ্নের বন্দরে পৌঁছে দেয়। আর সেই কাজটাই করে দেখিয়েছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার একঝাঁক দামাল তরুণ। সবার অলক্ষ্যে তারা খেলাধুলায় নিজ নিজ স্বপ্ন জয়ের পথে হেঁটে চলেছেন বীরের মতো। আর তাদের আলোয় শুধু বিরামপুর নয়, সারা বাংলাদেশ আলোকিত হচ্ছে।
জাতীয় পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিরামপুরের এসব প্রতিভাবান কৃতি খেলোয়াড়দের বিরামপুর উপজেলা প্রশাসন এবং বিরামপুর ক্রিড়া সংস্থার পক্ষ থেকে একমঞ্চে একত্রিত করে সংবর্ধনা দেয়ার মাধ্যমে আরও উজ্জীবিত করার এক অনন্য আয়োজন করলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব পরিমল কুমার সরকার। এমন অসাধারণ এক আয়োজনটি যেন সবধরনের খেলোয়াড় এবং খে...