
বেদখলকৃত জমি ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন ১৮০ জন ভূমি মালিক
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকার বেদখলকৃত জমি ফিরে পেতে চান জমির মালিকগণ। গত ২২ অক্টোবর ঢাকার শ্যামলীর সীমান্ত কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তারা এ দাবী জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার খলিশাখালী নামীয় ব্যক্তি মালিকানাধীন জমি ভূমিহীন নামধারী অস্ত্রধারী সন্ত্রাসীরা ১৩০০ বিঘা ব্যক্তি মালিকানাধীন জমির ঘের দখল, মাছ লুটপাঠ এবং ঘেরে বাসা বাড়ি ভাংচুর করছে। সকল দালিলিক প্রমাণ থাকা সত্ত্বেও কিছু প্রশাসনিক কর্মকর্তা ও সুযোগ সন্ধানী নামধারী পাতিনেতাদের যোগসাজেশে ১৮০ জন সাধারণ দরিদ্র মানুষ তাদের জমি ফিরে পাচ্ছে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত আলহাজ আনসার আলী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেকর্ডীয় মালিকানাধীন প্রাপ্য জমি সন্ত্রাসীদের কবল থেকে ফেরত পাওয়ার জন্য আকুল আবেদন জানান।
তিনি বলেন, আমরা ভুক্তভোগীরা ঐ অঞ্চলের সাধারণ জনগণ। আম...