ভারত কেন চীনের বন্ধু আওয়ামী লীগকে সমর্থন করে?
তারেক হোসাইন খান
ভারত আওয়ামী লীগকে সমর্থন করে দলটি ভারতের `শত্রুরাষ্ট্র’ চীনের সহযোগী হওয়ার পরও। “শত্রুর শত্রু বন্ধু এবং শত্রুর বন্ধু শত্রু” কৌটিল্যের এই নীতি সর্বদা আন্তর্জাতিক রাজনীতিতে প্রযোজ্য নয়।
যে কোন বিচারে যুক্তরাষ্ট্রের চাপের বিপরীতে আওয়ামী লীগের প্রধান রক্ষাকবচ চীন, ভারত নয়। ভারত চ‚ড়ান্তবিচারে যুক্তরাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছাকে প্রাধান্য দিতে বাধ্য কেননা ভারতের অর্থনৈতিক ও সামরিক শক্তি এখন আর ৮০’র দশকের মতো চীনের সঙ্গে ম্যাচ করেনা। জন মিযারশাইমার-এর গ্রেট পাওয়ার ট্রাজেডি বা থুসিডাইডিসের পাওয়ার/ওয়ার ট্রাপ উভয়বিধ বিবেচনায় চীন-ভারত প্রতিযোগিতায় লিপ্ত আছে এবং থাকবে অপরের প্রভাবকে কমাতে/ধ্বংস করতে। এটি উনবিংশ ও বিংশ শতাব্দীতে ইউরোপে বৃটেন-জার্মানীর দ্বন্দ্বকে মনে করিয়ে দেয়। দক্ষিণ এশিয়ায় শ্রীলংকা, মালদ্বীপ ও নেপালে চীন এবং ভারতের পছন্দের দল ও নেতারা ভিন্ন। যেমন শ্রীলংকায় রাজাপা...