মোনার্ক মার্টে হকি চ্যাম্পিয়ন্স লীগের টিকেট
বাংলাদেশে প্রথমবারের মত আয়োজিত হতে যাওয়া হকি ফ্র্যাঞ্চাইজি লীগের টিকেট এখন পাওয়া যাচ্ছে সাকিব আল হাসানের মোনার্ক মার্টে। ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’-এর পুরো টুর্নামেন্টে এক্সক্লুসিভ ‘টিকেট সেলিং প্লাটফর্ম’ হিসেবে কাজ করার জন্য এইস স্পোর্টস নেটওয়ার্ক-এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট।
২৮শে অক্টোবর সন্ধ্যায় উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই প্রতিযোগিতা। আগামী ১৭ই নভেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে ছয়টি দলের লড়াই। পুরো টুর্নামেন্টে রাউন্ড রবিন স্টেইজ সহ মাঠে গড়াবে সর্বমোট ৩৪টি ম্যাচ।
এখন থেকেই প্রতিটি ম্যাচের টিকেট পাওয়া যাবে মোনার্ক মার্ট-এর ওয়েবসাইটে- https://monarchmart.com/category/E-Ticket-3mhbu
আধুনিক প্রযুক্তির QR কোড সম্বলিত ই-টিকেট প্রদর্শন করে সমর্থকেরা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছ...