কবিতার গানের স্বকালজয়ী সুরকার শাহীন সরদার
রিপন শান
কবিতা থেকে গান যার হাতে পায় নতুন প্রাণ ; তিনিই শাহীন সরদার । সুরের জাদুকর শাহীন সরদার । বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বাংলাদেশের কবিতাঙ্গনে সবার প্রিয় একটি নাম শাহীন সরদার ।
গানের কথাতো এক একটি কবিতাই । আবার সব কবিতা গান নয়। তবে দেশের নামজাদা কবিদের কবিতা অবলম্বনে কালে কালে গান হয়েছে। সংখ্যার বিচারে সেসব নেহায়েত হাতে-গোনা। এরমধ্যে দুই দশক ধরে ব্যতিক্রম সুরস্রষ্টা শাহীন সরদার। যার ক্যারিয়ারের বেশিরভাগ সময় ব্যয় করেছেন কবি ও কবিতার সূত্র ধরে গান তৈরির পেছনে । পেয়েছেন প্রশংসা , সফলতা আর সৃজনশীল মানুষের বিপুল ভালোবাসা । দুই দশক ধরে শাহীন সরদার কর্মরত ছিলেন বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক হিসেবে। এই কর্মজীবনে জীবনানন্দ দাশ, জসীম উদদীন, শামসুর রাহমান, মাহবুব উল আলম চৌধুরী, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, হুমায়ূন আজাদ, সমুদ্র গুপ্ত, নাসির আহমেদ, কামাল চৌধুরীসহ বাংলাদেশের অসংখ্য বরেণ্য ...