রেজাউর রহমান রিজভী’র কবিতা “বিশ্বকাপ ফুটবল”
বিশ্বকাপ ফুটবলের উত্তাপে
উঠেছে জোয়ার সারা বিশ্বতে,
হারবে কারা আর জিতবে কে,
এই নিয়ে সারা দেশ মেতেছে ।
চার বছর পরে বিশ্বকাপ
পড়বে কার বিজয়ের ছাপ
গোলবন্যায় ভাসবে কারা
কে বা হাসবে শেষ বেলা।
৩২ দলের দারুণ খেলা
ঘুমহীন চোখের উন্মাদনা,
গোল্ডেন বুট কিংবা বল
পাবে কে ভেবে দিশেহারা।
আর্জেন্টিনা নাকি ফ্রান্স
কোন দল পাবে এবারের কাপ
তবু দ্বন্দ্ব ভুলে সবাই মিলে
মাতোয়ারা হই চলো আজ।...