বুধবার, ডিসেম্বর ৪Dedicate To Right News
Shadow

Tag: রেজাউর রহমান রিজভী’র কবিতা “অবুঝমনা”

রেজাউর রহমান রিজভী’র কবিতা “বিশ্বকাপ ফুটবল”

রেজাউর রহমান রিজভী’র কবিতা “বিশ্বকাপ ফুটবল”

শিরোনাম, সাহিত্য
বিশ্বকাপ ফুটবলের উত্তাপে উঠেছে জোয়ার সারা বিশ্বতে, হারবে কারা আর জিতবে কে, এই নিয়ে সারা দেশ মেতেছে । চার বছর পরে বিশ্বকাপ পড়বে কার বিজয়ের ছাপ গোলবন্যায় ভাসবে কারা কে বা হাসবে শেষ বেলা। ৩২ দলের দারুণ খেলা ঘুমহীন চোখের উন্মাদনা, গোল্ডেন বুট কিংবা বল পাবে কে ভেবে দিশেহারা। আর্জেন্টিনা নাকি ফ্রান্স কোন দল পাবে এবারের কাপ তবু দ্বন্দ্ব ভুলে সবাই মিলে মাতোয়ারা হই চলো আজ।...
রেজাউর রহমান রিজভী’র কবিতা “অবুঝমনা”

রেজাউর রহমান রিজভী’র কবিতা “অবুঝমনা”

শিরোনাম, সাহিত্য
কখনো সুযোগ হয়নি তার চোখে চোখ রাখার হয়নি সুযোগ কখনো হাতটি ছুঁয়ে দেখার, কখনো হয়-ই নি সুযোগ তার হৃদয়ে থাকার কিংবা দুঃসাহসিকতায় তাকে জড়িয়ে ধরার। তাহলে তাই বলে কি তাকে ভালোবাসতেও মানা? নাহ, তা তো কখনো নয়। বরং হৃদয় উজাড় করা ভালোবাসা তো কেবল তারই জন্য। সে বুঝুক, অথবা না বোঝার ভান করুক কি-ই বা আমার তাতে আসে যায়! অবুঝমনা হয়ে থাকুক এ মনের অন্তরায়।...