
“লুঙ্গি” বিতর্কে স্টার সিনেপ্লেক্স!
গতকাল ৩ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একজন প্রবীণ সিনেমা দর্শকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় যে, বয়োজোষ্ঠ্য একজন পুরুষ ঢাকার মিরপুরের সনি সিনেপ্লেক্সে "পরাণ" ছবির টিকেট ক্রয় করতে যান। সে সময় তিনি লুঙ্গি পরিহিত থাকায় তার কাছে টিকেট বিক্রি করা হয়নি। টিকেট না পেয়ে হতাশ হয়ে ফেরত যাবার সময় একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, তার লুঙ্গি পড়ার কারণে তার নিকট টিকেট বিক্রি করা হয়নি।
পরবর্তীতে এদিন রাতেই "পরাণ" ছবির নায়ক শরিফুল ইসলাম রাজ ফেসবুকে পোস্ট করেন যে, "এই বৃদ্ধ বাবার সন্ধান দিতে পারবেন কেউ? আমাকে শুধু ইনবক্সে তাঁর নাম্বার বা ঠিকানা ম্যানেজ করে দিন প্লিজ। আমি নিজে তাঁর সাথে আমার টিম নিয়ে বসে পরাণ দেখব। আমরা ছবিটা দেখব, বাবা-ছেলে গল্প করব। আমাকে কেউ একটু যোগাড় করে দেন প্লিজ। উনি লুঙ্গি পড়েই পরাণ দেখবে আমি এবং আমার টিম সহ।"
এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তোল...