সংশোধিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস করার দাবি
বর্তমানে অনেক যাত্রীবাহী নৌযানেই অবাধে ধূমপান করা হয়। এছাড়া নৌযানে তামাকজাত পণ্যের অবাধে প্রদর্শন ও বিক্রিও অব্যাহত রয়েছে। আইনেও সরাসরি এ সম্পর্কে কোন বাধা না থাকায় সংশ্লিষ্টরাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছেন না। এজন্য সংশোধিত খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস করার ব্যাপারে জোর দাবি জানালেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার নেতৃবৃন্দ। ২৪ সেপ্টেম্বর দুপুরে ঢাকা আহ্ছানিয়া মিশনের সঙ্গে ‘তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে করণীয়’ শীর্ষক এক যৌথ মতবিনিময় সভায় সংস্থাটির নেতৃবৃন্দ এ দাবি জানান।
রাজধানীর পল্টনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সভাকক্ষে সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মো. বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশের গ্র্যান্টস ম্যানেজার আবদুস সালাম মিয়া, বাংলাদেশ অভ্যন্...