
সবার আগে বাংলাদেশে ‘মরবিয়াস’!
হলিউডের ছবি বিশ্বের সবার আগে বাংলাদেশে মুক্তি পাবে-এ ধরণের চমকপ্রদ খবর আগেও একাধিকবার দিয়েছে স্টার সিনেপ্লেক্স। যাদের দেশের ছবি তাদের আগেই বাংলাদেশের দর্শকরা দেখার সুযোগ পাচ্ছেন, বিষয়টা চমকপ্রদই বটে! আবারও এমন সুযোগ তৈরি হচ্ছে হলিউডের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য। মার্ভেলের সুপারহিরো ছবি ‘মরবিয়াস’ আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ১ এপ্রিল, আর বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ৩১ মার্চ। নির্মাণের শুরু থেকে আলোচনা সৃষ্টি করা ছবিটি ২০২০ সালের জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়েছে। অবশেষে মুক্তি চূড়ান্ত হওয়ায় দর্শকদের অপেক্ষার অবসান ঘটছে। মার্ভেল কমিকসের চরিত্র মরবিয়াসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। মার্ভেল এন্টারটেইনমেন্ট এবং কলাম্বিয়া পিকচার্সের যৌথ প্রযোজনায় এ ছবি পরিচালনা করেছেন ড্যানিয়েল এসপিনোসা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ‘...