
সভ্যতা কিন্তু প্রকৃতির বিরুদ্ধে নয়: ড. সৌমিত্র শেখর
গতকাল ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছরের মতো এ বছরও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ে পলিত হয়েছে দিবসটি। বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়।
দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে একটি পরিবেশ সচেতনতা মূলক র্যালী আয়োজন করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর নেতৃত্বে র্যালীতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। র্যালীতে পরিবেশ সচেতনতামূলক বাণী সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়। র্যালী শেষে পরিবেশবান্ধব গাছ রোপণ করা হয়। উপাচার্য ড. সৌমিত্র শেখর একটি আম গাছের চারা রোপণ করেন।
এরপর সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে একটি সেমিনার আয়োজন করা হয়। পরিবেশ সংক্র...