![হিরোশিমা দিবসে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’](https://bn.thestatement24.com/wp-content/uploads/2023/08/Tringsha-Shatabdee-780x440.jpg?v=1691156658)
হিরোশিমা দিবসে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’
‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় যুদ্ধ’Ñ এ স্লোগান নিয়ে নাট্যসংগঠন স্বপ্নদলের আয়োজনে ৬ই আগস্ট ২০২৩ রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘ত্রিংশ শতাব্দী’-র বিশেষ মঞ্চায়ন এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় ‘হিরোশিমা দিবস ২০২৩’ পালন করা হবে। বাদল সরকারের মূলরচনা অবলম্বনে হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনানির্ভর স্বপ্নদলের দেশ-বিদেশে দর্শকনন্দিত যুদ্ধবিরোধী গবেষণাগার প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’-র রূপান্তরসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। শান্তির স্বপক্ষে উদ্বুদ্ধকরণ ও যুদ্ধবিরোধী প্রচারণাসহ ২২ বছর ধরে নিয়মিতভাবে নানা আনুষ্ঠানিকতায় পৃথিবীর একমাত্র নাট্যদল হিসেবে ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে স্বপ্নদল।
হিরোশিমা-নাগাসাকির বিষাদময় ঘটনার ৭৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হিরোশিমা দিবস ২০২৩’-এর অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত রয়েছেÑ বিকাল ৫টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে হিরো...