
হিল ই-কমার্স সোসাইটির (হিলস) দুই দিনব্যাপী সম্মেলন
২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী হিলস সম্মেলন। রাঙ্গামাটিতে এই প্রথম উদ্যোক্তাদের নিয়ে এতো বড় সম্মেলন হতে যাচ্ছে। এখানে মিলিত হবে সারাদেশের দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তাবৃন্দ। সম্মেলনের প্রথমদিন থাকছে বর্ণিল উদ্বোধন, সেমিনার ও পাহাড়ের বিভিন্ন জাতিসত্তার ঐতিহ্যবাহী নাচ এবং মিউজিক্যাল পারফরম্যান্স।
উদ্বোধনী পর্বের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব দীপংকর তালুকদার (এমপি ও সভাপতি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটি)।
সেমিনার পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন জনাব নিখিল কুমার চাকমা, চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
দ্বিতীয়দিন রয়েছে কাপ্তাই হ্রদ ভ্রমণ ও বনভোজন।
সম্মেলনের স্বপ্নদ্রষ্টা হিল ই-কমার্স সোসাইটির এডমিন মনি পাহাড়ী বলেন- "গত ৪ঠা মে ২০২১ ঐতিহ্যবাহী দেশীয় সৃষ্টিগুলোকে বিশ্বময় ছড়িয়ে দেয়ার লক্ষ্যে হিল ই-কমার্স সোসাইটি...