
“হিল রিবেং থিয়েটার” এর ৩য় বর্ষপূর্তি
২৭ নভেম্বর ছিল "হিল রিবেং থিয়েটার " এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী। ২০১৯ থেকে যাত্রা শুরু করে পুরোটা সময় নিরলসভাবে কাজ করে চলেছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদের রঙ,ঐতিহ্য, সংস্কৃতি,নাট্য, মানুষের জীবনকে তুলে ধরার, দেশ তথা সারাবিশ্বে এই সুর ছড়িয়ে দেয়ার জন্য! গত ৩ বছরে ‘হিল রিবেং থিয়েটার’ রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা সহ চট্টগ্রাম ঢাকায় নাটক মঞ্চায়ন করেছে। দলের প্রথম প্রযোজনা চাকমা লোককাহিনী অবলম্বনে ‘গঙ্গা মা’ নাটকটি গঙ্গা-যমুনা উৎসবে মঞ্চস্থ করে। বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্র থেকেও নাটকটি প্রচারিত হয়। এছাড়াও এই তিন বছরে একটি পথনাটক (শেয়ালমানুষ) ও পরীক্ষামূলক প্রযোজনা তামাজা মঞ্চস্থ হয়। তিনটি নাটকের অনেকগুলো মঞ্চায়ন হয়েছে এবং এখনও তা চলমান আছে। নাটক তিনটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আশিক সুমন। এবং প্রযোজনা অধিকর্তা রুনেল চাকমা। ২০১৯ সালের ২৭ নভেম্বর এক উৎসব মূখর অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙ্গামা...