
হুমায়ূন আহমেদের নাটকের চরিত্ররা
শফিকুর রহমান শান্তনু
হুমায়ূন আহমেদের মৃত্যুর পরে এক ফুটপাতের বই বিক্রেতা হাসিমুখে বলেছিল, স্যার চলে না গিয়ে আমি মরে গেলে কি হতো! আমি মরে যেতাম!
কি অসম্ভব কথা! কি হয় ও হুমায়ূন আহমেদের? রাজা তো তার ছেলের জন্য জীবন বাজি রাখতে চেয়েছিল। এই রাস্তার পাশের লোকটার জন্য কি এমন করেছেন হুমায়ূন আহমেদ? তার যখন এসিডিটির ব্যথায় পেট ফেটে যেতে চায় হুমায়ূন আহমেদ কি একবারও তার পিঠে হাত রেখেছে? তার ওষুধ কেনার জন্য বিশটা টাকা ধার দিয়েছে? এক বেলা তাকে পাশে বসিয়ে গরম ভাত কই মাছের ঝোল দিয়ে খেতে দিয়েছে? তাহলে কেন এই ধান্ধাবাজির দেশে একজন সামান্য বই বিক্রেতা তার জীবনের বিনিময়ে একজন লেখকের জীবন চাইবে? আর কোনকালে কোন ভাষার লেখকের জন্য এমন অপরিসীম ভালবাসা কেউ দেখিয়েছে বলে আমার জানা নাই।
কয়েক বছর আগে রাহাত জামিলের সম্পাদনায় 'হুমায়ূনের ভুবন' নামে একটি স্মারক গ্রন্থ বেরোয়। সম্পাদকের অনুরোধ ছিল, তাঁর নাটকের বি...