হেমন্ত মুখার্জি ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া তুমুল জনপ্রিয় বাংলা গান ‘আয় খুকু আয়’ গাইলেন আসিফ আকবর ও রায়না। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এ গানটির ভিডিওচিত্র প্রকাশ করেছে আর্ব এন্টারটেনমেন্ট। আজ ২৭ সেপ্টেম্বর ‘আসিফ’ ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ করা হয়।
গান সম্পর্কে আসিফ আকবর বলেন, ‘রায়না আমার মেয়ের মতো। ওর বাবাও একজন মিউজিশিয়ান। মেয়েটা চমৎকার গান করে। আমি ওর উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।’
রায়না বলেন, ‘আমি ভীষণ উচ্ছ্বসিত। আসিফ আংকেলের মতো এতো বড় মাপের শিল্পীর সঙ্গে গাইতে পেরে ভীষণ ভালো লাগছে। তা ছাড়া আজ ২৭ সেপ্টেম্বর আমার জন্মদিন। এদিন গানটি রিলিজ হয়েছে। এটা আমার জন্মদিনের বিশাল উপহার।’
আসিফ-রায়না’র গাওয়া গানটির মিউজিক রি-অ্যারেঞ্জ করেছেন শহীদ রহমান। রিয়াজ আহমেদের সমন্বয়ে গানটির ভিডিওচিত্রের নির্দেশনা দিয়েছেন ইয়ামিন এলান।