সঞ্জীব দাস নির্মিত বিজ্ঞাপনে কাজ করলেন শিমুল খান। এর মাধ্যমে প্রায় ৬ মাস বিরতির পর আবারো তিনি কাজ শুরু করলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন,“মাঝে মাঝে নিজেকে তৈরি করার জন্য একটু বিরতির দরকার আছে। তাছাড়া আমরা যারা উড়তি শিল্পী এই ইউটিউব এর সময়ে ভালো কাজ বেছে নেয়াও একটা চেলেঞ্জ আমাদের জন্য। অনেক কাজের প্রস্তাবই পাই, কিন্তু বর্তমানে এক শ্রেণীর মানুষ শিল্পের থেকে ভিউ এর পিছনে চলছে এবং সেই ভিউ এর জন্য তারা শর্টকাট করে ভিডিও চালানোটাই মোক্ষম মনে করে, যা আমি যখন প্রথম ২০১৩ সালে কাজ শুরু করি তখন দেখিনি। তখন নির্ভয়ে সব নির্মাতাদের সাথে কাজ করতে পারতাম। কিন্তু এখন একটু ভয় থেকেই কাজ থেকে পিছিয়ে আছি । আর অনেক ভালো নির্মাতাকেও দেখছি এখন ভিউয়ের পেছনে দৌড়ায়। আর এরকম সমস্যার সম্মুখীন আমিও হয়েছি। কাজ করে আসার পর দেখেছি কাজের মান বা স্ক্রিপ্টের আগে পিছনে যা ছিল সব পরিবর্তন। তাই এখন একটু ভেবে চিন্তেই কাজ করার চেষ্টা করি। তবে কিছুদিন বিরতি দিয়ে আবার মিডিয়া তে কাজ শুরু করলাম। আশা করি সবাই আগের মতই পাশে থাকবেন ও দোয়া করবেন আমার জন্য।
সামনে আরো বেশ কিছু কাজ আছে বলে জানিয়েছেন শিমুল। এর আগেও তিনি অভিনয় করেছেন বেশ কিছু খন্ড নাটক, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে।