শুক্রবার, মার্চ ২৯Dedicate To Right News
Shadow

১০ম বর্ষে “স্বর্ণকিশোরী”

Spread the love

দেশের কিশোর-কিশোরীদের সর্ববৃহৎ সংগঠন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে গুলশানের নিজস্ব কার্যালয়ে নির্ভীক নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিতত হলো ‘ফাউন্ডেশন ডে ২০২১’।

স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ২০২১২ সালে যাত্রা শুরু করে দীর্ঘ সময় ধরে বাল্যবিয়ে প্রতিরোধ, সঠিক পুষ্টি নিশ্চিতকরণ, শিক্ষায় ঝরে পড়া রোধ, মাদকমুক্ত সমাজ বির্নির্মানসহ কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতার বিষয়ে কাজ করে চলেছে। মাধ্যমিক স্কুল পর্যায়ে ক্লাব গঠনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় দেশের প্রায় ২৫টি জেলায় সংগঠনের সদস্যরা নেটওয়ার্কের জন্মদিন কর এবং ২৮ শে অক্টোবর ঢাকার গুলশান কার্যালয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলার লিডার পর্যায়ের শতাধিক কিশোর-কিশোরীরা এই আয়োজনে অংশগ্রহণ করে।

আয়োজনে ফারজানা ব্রাউনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিজি রামচন্দ্র দাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. এম আমজাদ হোসেন, মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্ম পুলিশ কমিশনার ডিবি উত্তর ও সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ- ডিএমপি), এম মাইনুদ্দিন মাইনুল (কান্ট্রি ডিরেক্টর-গুড নেইবারস বাংলাদেশ), এবং মোহাম্মদ মাজহারুল হক মাসুদ (সহকারী পরিচালক, প্রশিক্ষণ বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর)।

এডিসিন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক জাকরিয়া শাহিদ, নভো এয়ারের হেড অব মার্কেটিং এন্ড সেইলস মেসবাহ-উল-ইসলাম।

কিশোর-কিশোরীদের সাথে নিয়ে সূচনা সঙ্গীত পরিবেশন করেন সোমনুর মুনীর কোনাল। শাহজিদা শাহরিন আনকা, মনাজী মেহনাজ, নওশিন শর্মিলী ও দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় উক্ত আয়োজনে কিশোর-কিশোরীদের মাঝে নির্ভীক সম্মাননা প্রদান করা হয়। দেশের কিশোর-কিশোরীদের সামাজিক উন্নয়ন ও ভালো কাজে উজ্জীবিত করতে দেশের একমাত্র কিশোর-কিশোরীদের অনলাইন চ্যানেল ‘নির্ভীক টিভি ডটকম’ থেকে কৈশোর সাংবাদিক, নির্ভীক ক্লাব কার্যক্রম পরিচালনা ও সামাজিক কাজে অংশগ্রহণ, মোট তিনটি পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়।

তিনটি বিভাগে মনোনয়ন প্রাপ্তদের বিচারকার্য পরিচালনা করেন চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক মাশরুর শাকিল, যমুনা টেলিভিশনের সাংবাদিক ও উপস্থাপক আহমেদ রেজা, সংবাদ পাঠক ও উপস্থাপক সঙ্গীতা খান, নির্ভীক টিভির সিইও কাইসান ফারাজ, হেড অফ মার্কেটিং সেগুফতা রহমান, এবং হেড অফ প্রোগ্রাম তানভীর লিমন। এছাড়াও নভোএয়ারের পক্ষ থেকে কিশোর-কিশোরেিদর মাঝে বাড়তি আনন্দ যোগ করতে ৪টি বিমান টিকেট র‌্যাফেল ড্র এর মাধ্যমে স্পন্সর করা হয় এবং অনুষ্ঠানে ‘আপন’ সার্বিক সহযোগিতা করে। অনুষ্ঠান শেষে স্বর্ণকিশোরী নেটওয়ার্কের কিশোর-কিশোরী ক্লাবকে নির্ভীক কৈশোর ক্লাব নামে পরিবর্তনের জন্য বিভিন্ন জেলা উপজেলা থেকে আগাত লিডারেরা ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *