বৃহস্পতিবার, অক্টোবর ১০Dedicate To Right News
Shadow

ইউল্যাবে আফগানিস্তান বিষয়ক আন্তর্জাতিক কলোকুইয়াম

Spread the love

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ’র (ইউল্যাব) ইংলিশ এন্ড হিউম্যানিটিজ বিভাগে আজ থেকে শুরু হয়েছে ‘ফ্রম কাবুলিওয়ালা টু দ্যা ফল অফ কাবুল: আফগানিস্তান ইন পপুলার ইমাজিনেশন’ শিরোনামে দুইদিনব্যাপী আন্তর্জাতিক ভার্চুয়াল কলোকুইয়াম।

আজ ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই আমেরিকায় অবস্থিত শরণার্থী শিবির থেকে তিনজন আফগান নারী তাদের অভিজ্ঞতা পৃথিবীর কাছে তুলে ধরবেন “আফগান লেটারস্ টু দ্যা ওয়ার্লড” এর মাধ্যমে। কলোকুইয়ামের কিনোট বা মূল বক্তব্য প্রদান করবেন ভারতের নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি’র (এনএসওইউ) ইংরেজি বিভাগের অধ্যাপক হিমাদ্রী লাহিড়ি। তার বক্তব্যের শিরোনাম “ইমেজেস অব আফগানিস্তান: থ্রু দ্যা কালচারাল লেন্স”।

প্লেনারি সেশনে থাকছেন ইউনিভার্সিটি অব ইয়র্কের বিশ্ব সাহিত্যের অধ্যাপক ড. ক্লেয়ার চেম্বারর্স। গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ করবেন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক নিয়াজ জামান, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক হিমাদ্রী লাহিড়ি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাবিহা হক। দ্বিতীয় দিবস শুরু হবে অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের আলোচনা দিয়ে।আলোচনার বিষয় “পাস্ট কন্টিনিওয়াস: আফগানিস্তান ইন দেশে-বিদেশে এন্ড নাও”। প্লেনারি সেশনে বক্তব্য উপস্থাপন করবেন ইসলামিক ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, কাশ্মীর এর ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক লিলি ওয়ান্ট। কলোকুইয়ামে “লোড পোয়েমস লাইক গান: আফগান পোয়েট্রি এগেইনস্ট বুলেট, বেয়োনেট এন্ড বোম্বস্” শিরোনামে সেশনে কবিতা আবৃ্ত্তি ও আলোচনা করবেন গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটি, মিশিগানের অধ্যাপক আজফার হোসাইন। সঞ্চালনা করবেন কবি রাজু আলাউদ্দিন।

দ্বিতীয় দিনের প্যানেল আলোচনার বিষয় “আফগানিস্তান টুডে: হেরিটেজ, আর্ট এন্ড উইমেন”। ইউনেস্কোর সাউথ এশিয়া ফাউন্ডেশনের রিপ্রেজেন্টেটিভ ফ্রাঁন্স মারকুয়ে, পুরস্কারপ্রাপ্ত চিত্রকার কুবরা খাদেমি এবং নিজেরা করি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *