“আমি ঘুমাতে পারিনা, আমার মনের মতো পৃথিবী সাজাতে, জেগে জেগে স্বপ্ন দেখবো বলে”- এমন কথায় ‘স্বপ্ন দেখি শিরোনামে শিল্পী পান্থ প্রপানের একটি গানের মিউজিক ভিডিও সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন মিউজিক স্টেশন চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। সঙ্গীতশিল্পী সাজেদ ফাতেমীর লেখা ও সুরে এ গানটির কম্পোজিশন করেছেন রোমেল হাসান।
প্রথম গানের মিউজিক ভিডিও প্রকাশ উপলক্ষ্যে উচ্ছ্বসিত পান্থ প্রপান বলেন, ‘জীবনে স্বপ্ন আছে অনেক। সেসব স্বপ্ন পূরণের প্রথম ধাপ হিসেবে এই গান প্রকাশের সুযোগ পাওয়ায় আমি ভীষণ খুশি। এজন্য প্রথমে সৃষ্টিকর্তা এবং পরে বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথম গানে আমি শুধু আমার স্বপ্নের কথা বলেছি। এর পুরো কৃতিত্ব এই গানের শ্রদ্ধেয় গীতিকার ও সুরকার সাজেদ ফাতেমীর। তার প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই।
পান্থ প্রপান চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন গত বছর এবং এসএসসি পাশ করেছেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে। বর্তমানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন।
ভিডিও লিংক: https://youtu.be/EwEMwgRY8_E