সোমবার, সেপ্টেম্বর ৯Dedicate To Right News
Shadow

নুসরাতের “সোনিয়ার্স হ্যাভেন”

Spread the love

কন্ঠশিল্পী সোনিয়া নুসরাতের সংগীত জগতে পদার্পন ঘটে ২০১৪ সালে তার একক অ্যালবাম ধ্রুবতারার মাধ্যমে। সেখান থেকেই তার সঙ্গীত জীবনের পথ চলা শুরু হয়। এরপর তিনি অনেক মিক্স অ্যালবাম, নাটক ও টেলিফিল্মে কন্ঠ দিয়েছেন । ইতিমধ্যেই প্রায় ৭০-৮০টি গান বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। তার জনপ্রিয় গানগুলোর মাঝে আছে, ভাল্লাগেনা,
ধ্রুবতারা এবং ভালোবেসে যাই হারিয়ে। ভারতীয় গায়ক শান এর সাথে তার সাম্প্রতিক হিট গান ছিল কেনো মন হারালো।

তবে বর্তমানে সংগীত চর্চার পাশাপাশি অবসর সময়ে তিনি তার ব্যবসা সম্প্রসারণের জন্য কাজ করছেন। তিনি ইতিমধ্যেই একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে তুলে ধরতে চেষ্টা করছেন। চালু করেছেন “সোনিয়ার্স হ্যাভেন “। অনেকেই হয়তো জানেন না হলের এই সংগীত শিল্পী একজন ড্রেস ডিজাইনারও বটে! তবে এতো কিছুর পরেও কিন্তুুু থেমে নেই তার সংগীত সাধনা।

সোনিয়া নুসরাত জানালেন, আসছে নতুন বছর ২০২২ এর জানুয়ারীর মাঝামাঝি আসছে তার ধামকা কিছু গান। এর মাঝে চমক হিসেবে থাকছে আবরো জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী সাথে তার গাওয়া ডুয়েট গানও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *