বৃহস্পতিবার, ডিসেম্বর ১২Dedicate To Right News
Shadow

ব্রাইডাল মেকআপ আর্টিস্ট জাহিদ খানের জন্মদিন আজ

Spread the love

ব্রাইডাল মেকআপকে তিনি নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। ফলশ্রুত তার কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এগুলোর মধ্যে অন্যতম- ভারতে ‘পঞ্চকবি সম্মাননা-২০১৮’-তে বাংলাদেশ থেকে ‘সেরা মেকআপ আর্টিস্ট’-এর সম্মাননা, মুম্বাইয়ে ‘বেস্ট এন্ড মোস্ট রিনাউন্ড মেকআপ আর্টিস্ট ইন বাংলাদেশ’ হিসেবে ‘গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড’, থাইল্যান্ডের ব্যাংককে ‘মিলেনিয়াম ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড-২০১৯’ প্রভৃতি।

যার কথা বলা হচ্ছে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট জাহিদ খান। আজ ৪ ফেব্রুয়ারি নন্দিত এই মানুষটির শুভ জন্মদিন। জন্মদিনের এই শুভ দিনে জাহিদ খানকে দ্য স্টেইটমেন্টের পক্ষ থেকে জানানো হলো শুভ কামনা।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই সৃষ্টিশীল কাজের প্রতি জাহিদ খানের ছিল দারুণ রকম আগ্রহ। এই আগ্রহ থেকেই ব্রাইডাল মেকআপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। এক্ষেত্রেও প্রতিবন্ধকতা ছিল অনেক। একজন ছেলে হয়ে কনেকে বিয়ের সাজে সাজাচ্ছেন সেটি অনেকের কাছেই পছন্দনীয় ছিল না। কিন্তু জাহিদ খানের অদম্য সাধনায় একসময় সকলেই মানতে বাধ্য হয় যে তার হাতে আসলেই জাদু আছে। আর সেই জাদুর স্পর্শেই তিনি অনিন্দ্য সুন্দর করে একজন কনেকে সাজান। তার এই জাদুর স্পর্শের কথা এখন পুরো দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *