শুক্রবার, এপ্রিল ১৯Dedicate To Right News
Shadow

১১ ই-ক্যাব সদস্য প্রতিষ্ঠানকে নিবন্ধন এর মাধ্যমে ডিবিআইডি উদ্বোধন

Spread the love

গত ৬ ফেব্রুয়ারী বাণিজ্য মন্ত্রণালয়ে উদ্বোধন হলো ডিজিটাল উদ্যোক্তাদের নিবন্ধন প্লাটফর্ম ডিবিআইডি। ই-ক্যাবের ১১ জন সদস্যকে নিবন্ধনের মাধ্যমে যাত্রা শুরু করল বহুল প্রতিক্ষিত এই প্রক্রিয়া। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১১ জন ডিজিটাল উদ্যোক্তার হাতে সনদ তুলে দেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্ঠা সালমান এফ রহমান ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে একটি সভায় ডিজিটাল কমার্স সেক্টরের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজিটাল কমার্স সেল এর প্রধান এএইচএম সফিকুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে টিপু মুন্সি বলেন, সৃষ্ট পরিস্থিতিতে আমরা দায়িত্ব না এড়িয়ে সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ঠ সকলে মিলে কাজ করছি। বিশেষ করে ক্ষুদ্র এবং অনলাইন উদ্যোক্তাদের একটা প্রাথমিক নিবন্ধন এর প্রক্রিয়া ডিবিআইডি রেজিম্ট্রেশন এর মাধ্যমে শুরু হলো। এতে করে কোনো ধরনের সমস্যা তৈরী হলে সহজে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়া যাবে।

প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্ঠা সালমান এফ রহমান পুরো প্রক্রিয়ার বিষয়ে খোঁজখবর নেন। বিশেষ করে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহক ও মার্চেন্টদের অর্থ ছাড় প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা ডিজিটাল কমার্সখাতের উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য কাজ করছি। ই-কমার্সখাতে শৃংখলা প্রতিষ্ঠা করতে মোট চারটি প্লাটফর্ম তৈরী করা হচ্ছে। প্রথমটি আজকে উদ্বোধন হলো। ক্রমান্বয়ে অন্যান্য সিস্টেমগুলো ব্যবহার করার জন্য উন্মুক্ত করা হবে। তিনি বলেন সবগুলো সেবা চালু হলে এই খাতের ইকো সিস্টেমের বাইরে কেউ ব্যবসা করতে পারবেনা বা কোনো ধরনের প্রতারণা করলে তার বিরুদ্ধে সহজে ব্যবস্থা নেয়া যাবে। অনেকাংশে প্রতারণার সুযোগই থাকবেনা।

১১ টি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে ডিবিআইডি পেয়েছে তারা হলো, চালডাল লি:, ডায়বেটিস স্টোর লি. অন্যরকম সফটওয়ার লিমিটেড (রকমারি ডট কম) আজকের ডিল লি. সাজগোজ লি, যাচাই ডট কম, তৃণাস ক্লোসেট, নওরীনস মীরর, আখিস কালেকশান, নিথান ও মম ফানুস ( শেষের দুটো প্রতিষ্ঠান আনন্দমেলা মার্চেন্ট)।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, যারা ননফরমাল সেক্টরের উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তা ও আবাসিক উদ্যোক্তাগণ একটা প্রাথমিক স্বীকৃতি পাবে। সবাই আবেদন করতে পারবে তবে ই-ক্যাব এবং সংশ্লিষ্ঠ এসোসিয়েশন এর সদস্যগণ দ্রুত আইডি পাবে। সাধারণ উদ্যোক্তাগণ প্রাথমিক যাচাই বাছাই শেষে আইডি ও সনদ পাবেন। ই-কমার্স খাতে ট্রেড লাইসেন্স ইস্যু হয় না। তিনি ট্রেড লাইসেন্স ক্যাটাগরিতে ই-কমার্স যুক্ত করার অনুরোধ করেন। এই বিষয়ে ২ বছর আগে আইন সংশোধন করার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান।

ই-ক্যাবের সদস্য সালমা রহমান আঁখি বলেন, সতিক্যার অর্থে ইউবিআইডি পেয়ে ভাল লাগছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বীকৃতিটা গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ব্যাংক একাউন্ট খোলার সুযোগ থাকলে ইউবিআইডি আরো কার্যকর হবে।

ই-কমার্সখাতে সৃষ্ট সমস্যার সমাধান ও ভবিষ্যতে যেন নতুন করে সমস্যা তৈরী না হয় সেজন্য বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাব কাজ করছে। কারিগরি বিষয়ে সহযোগিতা করছে ই-ক্যাব। ডিবিআইডি ও অন্যান্য বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য গত ১৮ অক্টোবর ই-ক্যাব বাণিজ্য মন্তণালয়ে অনুষ্ঠিত আন্ত-মন্ত্রণালয় সভায় আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব হাফিজুর রহমান, এটুআই এর হেড অব ই-কমার্স রেজওয়ানুল হক জামি, ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দীন শিপন, উই এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, ই-ক্যাবের ডিরেক্টর আসিফ আহনাফ এবং সরকারী সংশ্লিষ্ঠ দপ্তরের ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *